শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:ধানমণ্ডির ৩২ নম্বরে সড়কে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে এরই মধ্যে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপর সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় আগামীকাল কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি কিছু নিষেধাজ্ঞার কথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কালকে ধানমণ্ডি ৩২ নাম্বারে এবং বনানী কবরস্থানে যাঁরা শ্রদ্ধা নিবেদনে যাবেন, তাঁরা কোনো ধরনের কোনো ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানিটি ব্যাগ, দিয়াশলাই, দাহ্য পদার্থ, ছুরি, কাঁচি, চাকু, লাঠি, এ ধরনের কোনো দ্রব্যাদি বহন করবেন না।’
নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় শোক দিবসের নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। অতীত ইতিহাস বিবেচনায় রাজধানীজুড়ে দৃশ্যমান এবং অদৃশ্যমান কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’এদিকে, গত এক সপ্তাহ ধরেই রাজধানীজুড়ে চলছে ব্যাপক ব্লকরেইড ও তল্লাশি।
Leave a Reply