মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
কাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ম দিনের মতো বিএনপি অফিসে মনোনয়নপত্র বিক্রি ও জমার কার্যক্রম চলছে। আজই মনোনয়ন বিক্রির শেষ দিন। তবে এদিন মনোনয়ন ফরম সংগ্রহের চেয়ে জমার সংখ্যাই বেশি পড়ছে।শুক্রবার সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়, যা রাত ৮টা পর্যন্ত চলবে।
এদিকে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা কার্যালয়ে আসতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় দলটির কর্মী ও অনুরাগীদের উপচেপড়া ভিড় বাড়ে।তাছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাদের নামে ব্যানার ফেস্টুন, ধানের শীষ নিয়ে শোডাউন, খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিতে দেখা যায়। রাস্তা কিছুটা ফাঁকা রেখেই চলছে নির্বাচনী কাজ। যানবাহনও চলছে স্বাভাবিক গতিতে। বিএনপির পক্ষ থেকেও রাস্তা অবস্থান না করার জন্য বলা হয়েছে।
নয়াপল্টন এলাকায় ফুটপাতসহ প্রতিটি রাস্তায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান করতে দেখা যায়।এদিকে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ নভেম্বর রোববার থেকে শুরু হবে। আগামী ১৮ নভেম্বর দুটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে পরবর্তী দিনগুলোতে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হবে।
রিজভী বলেন, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ২ হাজার মনোনয়নপত্র জমা পড়েছে। গেল ১২ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেয়া শুরু করে বিএনপি।
দলীয় সূত্রে জানা যায়, প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয় ১৩২৬টি, দ্বিতীয় দিন ১৮৯৬টি, তৃতীয় দিন ৪৮৮টি ও চতুর্থ দিন ৪০২টি।পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।
Leave a Reply