মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে র্যাব-৮। তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে র্যাব-৮’র একটি দল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোগীর দালালী সহ প্রতারণার অভিযোগে ১৭ জনকে আটক করে।
র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আসছিলো র্যাব-৮। নিশ্চিত হবার পর আজ ঝটিকা অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ জানান, আটককৃতরা হাসপাতালের রোগী অন্যত্র বাগিয়ে নেওয়া সহ তাদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে। এ কারণে তাদের ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দালাল চক্রের কারণে রোগীরা প্রতারিত হয়ে আসছিল। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে লিখিত জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ র্যাব অভিযান চালায় এবং আটক ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়।
Leave a Reply