রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাযোদ্ধা হিসেবে কাজ করেছেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) বেশ কয়েকজন স্টাফ। তাদের মধ্যে রয়েছেন টেকনোলজিস্ট বিভূতিভূষণ, বায়জীদ।
শুধু এই দুজনই নন, তাদের সার্বিক সহযোগিতা করে পাশে ছিলেন করোনা ওয়ার্ডের অফিস সহায়ক রাব্বি আল মামুন (ফয়সাল)।
জানা যায়, রাব্বি আল মামুন হাসপাতালের এন্ডোসকপি বিভাগে কাজ করতেন অফিস সহায়ক পদে। বর্তমানে পরিচালক ও অধ্যক্ষের আদেশক্রমে পিসিআর ল্যাবে কাজ করেন। সকাল থেকে রাত অবধি মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
বরিশাল বিভাগে একটি মাত্র পিসিআর ল্যাব এ হাসপাতালেই রয়েছে। রাব্বি আল মামুন হাসপাতালে অফিস সহায়ক পদে চাকরি করার সুবাদে কম্পিউটারে ভালো কাজ জানায় তাকে সাময়িক বদলি করে কলেজে পিসিআর ল্যাবে একমাত্র কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দিয়ে কাজ করানো হচ্ছে।
ডাটা এন্ট্রি, রিপোর্ট কম্পিউটারাইজডসহ সব রোগীর নির্ভুল তথ্য সংগ্রহ করে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা সচলে সহায়তা করে যাচ্ছেন নীরবে। পুরো বিভাগের কোভিট-১৯-এর টেস্ট এ ল্যাবেই সম্পন্ন হয়।
করোনা ওয়ার্ডের অফিস সহায়ক রাব্বি আল মামুন বলেন, আমি দিনরাত কাজ করে যাচ্ছি। পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য কাজ করে যাচ্ছি। কোনো কিছু পাওয়ার জন্য নয়। মানুষের জন্য কিছু করতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply