শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৫ আগস্ট রাষ্ট্রপতির নিকট নিজ পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে সড়কে বিভিন্ন ভাবে উল্লাসে মেতে ওঠে দেশবাসী। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে স্বৈরাচারী সরকার পতনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫আগস্ট) রাতে পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের কাকড়া বুনিয়া এলাকায় স্থানীয় মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ ও আনন্দ উৎসব পালন করে ছাত্রদল নেতা কর্মীরা। জেলা ছাত্রদল কর্মী মোঃ জুলহাস মোল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।
আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ একটি স্বৈরাচারী সরকার। এই সরকারকে চেয়ার থেকে নামাতে ১৬ বছর সময় লেগেছে এদেশের মানুষের। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাকে পালিয়ে যেতে হয়েছে। আর যে দেশের ছাত্র জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তার আর এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
জেলা ছাত্রদল নেতা আল-আমিন হাওলাদার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ অত্যাচারিত হয়েছে। আপনি আমি কেউই এই অত্যাচার থেকে রেহাই পাইনি। হাজার সাধারণ ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে পৃথিবীর সবথেকে বড় স্বৈরাচার শেখ হাসিনা। তার হাত রক্তে ভিজে আছে। তার বিরুদ্ধে এখন একটাই স্লোগান হবে হাসিনার ফাঁসি চাই। আর সেই ফাঁসি এই দেশে বসেই হতে হবে।
অনুষ্ঠানের আয়োজক ছাত্রদল কর্মী মোঃ জুলাস বলেন, দেশ থেকে স্বৈরাচারী সরকার পতন হয়েছে ও শেখ হাসিনা দেশ ত্যাগ করায় আমরা এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি।
Leave a Reply