সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর পরশুরামে এক শিশু শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টা ও সহযোগিতার অভিযোগে মাদরাসার তত্বাবধায়কসহ দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রবিবার বিকেলে ফেনীতে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদরাসারশিক্ষক মাওলানা কাউছার হাবিব (২৫) এবং মাদরাসার তত্বাবধায়ক মাওলানা অলি উল্যাহ (৩৫)।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম মালিপাথরে একটি নুরানী মাদরাসার শিক্ষক কাউছার হাবিব গত ১০ মার্চ সকালে ওই শিশু শিক্ষার্থীকে কৌশলে তার কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মাদরাসার অন্য শিক্ষার্থীদের দেখে শিশুটি দৌঁড়ে তাদের কাছে চলে যায়। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত শনিবার রাতে পরশুরাম মডেল থানায় দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রবিবার দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও সহযোগিতার অভিযোগে মাদরাসার তত্বাবধায়কসহ দুই শিক্ষক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মাদরাসার তত্বাবধায়ক ও ওই শিক্ষককে রবিবার বিকেলে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া সোমবার ওই শিশু শিক্ষার্থীকে আদালতে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য পাঠানো হবে।
Leave a Reply