সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
স্বরূপকাঠী প্রতিনিধি।। স্বরূপকাঠীতে সুপ্রভাত সংগঠনের পক্ষ থেকে বলদিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।পিরোজপুরের স্বরূপকাঠীতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করেছে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করা সংগঠন সুপ্রভাত।
বেলা ১১টা ৩০ টায় উপজেলার বলদিয়া ইউনিয়নের ২নং বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ফাইল, খাতা, কলম, কাটার, পেন্সিল, রুলার, ইরেজার বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply