রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : পেটে অস্ত্রোপাচারের তিন দিনের মাথায় দেশবরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়।অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম সাংবাদিকদের জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।শুক্রবার বিকালে এই হাসপাতালেই ৮৮ বছর বয়সী এটিএম শামসুজ্জামানের পরিপাকতন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।
অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা ছিল শামসুজ্জামানকে। তবে অবস্থার উন্নতি হওয়ায় ২৪ ঘণ্টার মাথায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।এটিএম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।অভিনয়ের জন্য কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।জিবন্ত কিংবদন্তি এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন।
Leave a Reply