রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার ( ৭ এপ্রিল ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এ অর্থদন্ড প্রদান করেন। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন ঘোষনা দেন। সরকার ঘোষিত ওই লকডাউন অমান্য করে আমতলী উপজেলার কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বুধবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে ২ হাজার ২’শ টাকা অর্থদন্ড দেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক ও নিরাময় আইন ২০১৮ অনুসারে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়েছে ।
Leave a Reply