বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ঢাকা থেকে জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। রোববার দিনগত রাতে পরিচালিত অভিযানে আটক হয় জেএমবি’র সক্রিয় দুই সদস্য। তারা হলো- হিজলার হরিনাথপুর গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে জাকির হোসাইন (৩১) ও ফরিদপুরের নগরকান্দা থানার জুঙ্গুরদী গ্রামের মৃত. ফিরোজ শরীফের ছেলে মো. আব্দুল্লাহ শরীফ (৩২)।
র্যাব থেকে জানানো হয়, জঙ্গী ও উগ্রপন্থী গোষ্ঠী সমুহ পূনরায় সক্রিয় হতে না পারে। সেই জন্য র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল অঞ্চলের কয়েকজন জঙ্গী উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে সন্ধান পায়।
সেই সন্ধানে ধানমন্ডি ও খিলখাও এলাকায় অভিযান করে জাকির ও আব্দুল্লাহকে আটক করে র্যাব-৮ সদস্যরা। এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।
র্যাব আরো জানায়, আটককৃতরা শীর্ষ জেএমবি নেতা তরিকুল ইসলাম ওরফে সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।
বর্তমানে তারা নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply