শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা।
সোমবার (২৫ ডিসেম্বর) রাশিয়ার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও চুল্লির নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি নেই।
জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সোভিয়েত নির্মিত সেভমরপুত জাহাজের একটি কেবিনে আগুন লেগেছে। জাহাজটি বর্তমানে উত্তর রাশিয়ান শহর মুরমানস্কে নোঙর করা আছে। জাহাজের প্রায় ৩০ বর্গ মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
জাহাজের মালিক অ্যাটমফ্লট রাশিয়ার পারমাণবিক আইসব্রেকারের বহর পরিচালনা করে। এটি রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটমের একটি ইউনিট।
রাশিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত মুরমানস্ক অঞ্চলটির সঙ্গে ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্ত রয়েছে। রোসাটম অনুসারে, জাহাজটি ১৯৮৮ সালে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়। এক দশক আগে ব্যাপক আকারে আপগ্রেড করা হয় জাহাজটির। এটি রাশিয়ার একমাত্র পরমাণু চালিত আইসব্রেকিং ট্রান্সপোর্ট জাহাজ।
Leave a Reply