রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
আবু হানিফ খান, কুয়াকাটা প্রতিনিধি:কুয়াকাটা বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন কুয়াকাটা নৌ পুলিশ। বুধবার (১৪ নভেম্বর) কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন ও এ এস আই কামরুল হাসানের নেতৃত্বে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় জাল ও ঝাটকা ইলিশ জব্দ করলেও এর মালিক পাওয়া যায়নি। জব্দকৃত জাল কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অনুপ রায়’র উপস্থিতিতে পুড়ে ফেলা হয়। এ সময় ঝাটকা ইলিশ গুলো এতিমখানা ও স্থাণীয়দের মাঝে বিতরন করেন।কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই মোঃ সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর এলাকার রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়, কিন্তু এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply