সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
পটুয়াখালী সংবাদদাতা: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজাদারদের কল্যাণে পটুয়াখালীতে হাট-বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ পৌর নিউমার্কেটের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।এ সময় তিনি দোকানে দোকানে গিয়ে মূল্য তালিকা টানানোসহ নকল ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্যসহ সকল প্রকার জিনিসপত্র ক্রয়-বিক্রয় করার জন্য দোকানীদের প্রতি আহ্বান জানান।তিনি নির্ধারিত মূল্যের বেশি এবং ওজনে কম না দেয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তার সাথে ছিলেন জেলা স্যানিটারি ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর শারমিন সুলতানা, জেলা মার্কেটিং কর্মকর্তা নুরুননাহার বেগমসহ পৌর কাউন্সিলররা।
পরিদর্শনের সময় মেয়র ও তার সঙ্গীয় কর্মকর্তারা বাজারের জিনিসপত্রের দাম যাচাই-বাছাই করেন। ব্যবসায়ীদের দাম না বাড়াতে অনুরোধ করেন। এছাড়াও হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে অনুরোধ জানান।
Leave a Reply