মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল থেকে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০০ মণ জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর।
রবিবার (৭ মার্চ) কোস্ট গার্ডের সহায়তায় সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালিবদর নদীতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলাকালীন জাটকা ধরে লঞ্চে নিয়ে আসছে এমন সংবাদে রবিবার সকালে তারা কোস্টগার্ড নিয়ে লাহারহাট সংলগ্ন কালিবদর নদীতে অভিযান চালান। এ সময় লঞ্চটি থেকে প্রায় ৪০০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের নির্দেশে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ওই জাটকা বিতরণ করা হয়েছে বলে জানান ড. বিমল।
Leave a Reply