রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কার্ডধারীদের মাঝে ১০/- টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকালে উপজেলার উলানিয়া ইউনিয়নের ১/৪ নং ওয়ার্ডের সলদী ও পুর্বষাট্রী গ্রামের ৬০২ জন কার্ডধারীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃংখল ভাবে প্রতি কার্ডে ৩০ কেজির নির্ধারিত চালের বস্তা ৩শ টাকায় বিক্রির কার্যক্রম শুরু করেণ ওই ওয়ার্ড এর ফেয়ার প্রাইস ডিলার আ”লীগ নেতা জগলুর রহমান বাদল।
এসময় উপস্থিত ছিলেন, টেক অফিসার আলফাতুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ১০ টাকা কেজি দরে চাল পাওয়ায় হতদরিদ্রদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। এছাড়াও দেশের এই ক্লান্তিলগ্নে বর্তমান সরকারের বিভিন্ন ভাতা প্রদান সহ ১০/- টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম চালু রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তিনি যেন সুস্থ্য থেকে আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এই কামনা করেন সল্পআয়ের শ্রমজীবী মানুষ।
Leave a Reply