শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন। এ উপলক্ষে দোয়া মিলাদ, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে পালিত করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৮আগষ্ট) বেলা ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জাতীয় মহিলা বিষয়ক সংস্থার সহযোগিতায় উপজেল পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আন্দারমানিক ইউপি পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে স্টোর কিপার আবুল কালামসহ অনন্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনায় বাদ জোহর উপজেলা জামে মসজিদে বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম সাহেব।
Leave a Reply