রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ -কাজিরহাট থানা নিয়ে গঠিত মেহেন্দিগঞ্জ পুলিশ সার্কেল অফিসের সাবেক ঘর মালিক ও স্যানিটারি ব্যবসায়ী কবির খান ৪ বোতল ফেন্সিডিলসহ ভোলা পুলিশের হাতে আটক হওয়ার খবর গতকাল মেহেন্দিগঞ্জে টক অব টাউনে পরিনত হয়।
অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে শুক্রবার দিবাগত রাত ০১.১৫ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ, এ এস আই মনিরুল ইসলাম, এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন মহসিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মেহেন্দিগঞ্জ পৌর এলাকার অম্বিকাপুর ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ আবদুর রহমান খানের পুত্র কথিত নামধারী যুবলীগের সদস্য স্যানেটারী ব্যাবসায়ী কবির খান (৩৮) এবং একই ওয়ার্ডের মৃত সুফিয়ার রহমানের পুত্র জনি(৩৫) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ০৪ (চার) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার মেহেন্দিগঞ্জ সার্কেল সুকুমার রায়ের নিকট জানতে চাইলে তিনি জানান, কবির খান একজন ধুরন্ধর ব্যক্তি। তিনি নানা ধরনের অপরাধের সাথে জড়িত বিধায় গত এক সপ্তাহ আগে তার দালান থেকে সার্কেল অফিস সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, কবির খান এক সময় সৌদি প্রবাসী ছিলেন। গত কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।তারপর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে নেতার কাতারে নাম লিখেন। তার নানা ধরনের অপকর্মের কারনে সেখানে সুবিধা না পেয়ে তিনি যোগ দেন সরকারি দলের সহযোগি সংগঠনে। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন পৌর এলাকার অম্বিকাপুর ওয়ার্ডের মুকুটহীন সম্রাট। এরই মধ্যে তার চন্দ্রতারা বিল্ডিএ মেহেন্দিগঞ্জ পুলিশ সার্কেল অফিস ভাড়া নেয়।
সেই সুবাদে তিনি আরো ভয়ংকর হয়ে ওঠেন। মাদক ব্যবসা, জমি দখলসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভোলায় ফেন্সিডিলসহ আটক হন তিনি। এলাকাবাসীর ধারনা হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হবার পেছনে এই মাদক ব্যবসাই প্রধান ছিলো।
মেহেন্দিগঞ্জ পৌর এলাকার অম্বিকাপুর ওয়ার্ডের পাতারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে সাফিন স্যানিটারি দোকানের আড়ালেই তিনি মাদক ব্যবসা চালাতেন বলে এলাকাবাসীর ধারনা।
Leave a Reply