রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মির্জাগঞ্জ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের ছেলে। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযোগের ভিত্তিতে। বিশেষত, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাঁধা সৃষ্টি ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, আদালতে হাজিরা দেওয়ার পর মির্জাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানের গ্রেপ্তারের ঘটনায় মির্জাগঞ্জ উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন, তবে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এখনো পর্যন্ত গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply