মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলায় চলছে লকডাউন এর ফলে মানুষ সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি জনসমাগম পরিহার করছে। স্বল্প আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে অঙ্কুর শিশু নিকেতন এন্ড হাই স্কুল ।
আজ পহেলা মে শুক্র বার সকাল ১০ টার সময় ৫০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। “মানুষ মানুষের জন্য” সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্য সকলকে আহবান জানান প্রতিষ্ঠাতা পরিচালক – মোঃ হেলাল খান ( জুয়েল)। এলাকার দরিদ্র খেটে খাওয়া অসাহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন অঙ্কুর পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচারক মোঃ আরাফাত হোসন,প্রধান শিক্ষাক শাহানাজ বেগম, সহকারী শিক্ষক ফারজানা মরিয়ম পলি, ফাজানা আক্তার, ঝরনা বেগম,মাফুজা বেগম,টুলু, মঞ্জু রানী, এনি বেগম, শাম্মি, রাজিব, হানিফ লস্কার । উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, সাবান, চিড়া, চিনি,সাবান ইত্যাদি তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় অঙ্কুরে পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়া হয় যে, সবাই ঘরে থাকবেন , সামাজিক দূরত্ব বজায় রাখবে প্রয়োজন ব্যতীত বাহিরে বের হবেন না।
Leave a Reply