শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ময়মনসিংহে পুলিশ লাইনের পাশের মাজার থেকে দশ মাস বয়সের এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে মেহেদী নামে এক পুলিশ কনস্টেবল শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম জানান, উদ্ধার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) শিশুটির ছবি দিয়ে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিশুটিকে নেয়ার জন্য কেউ আসেনি।
যদি কারোর শিশু সন্তান হারিয়ে থাকে, তাহলে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে শিশুটিকে নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুটি পুলিশের হেফাজতে আছে। শিশুর প্রকৃত অভিভাবকে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
Leave a Reply