মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি । মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের জল দস্যু জংলা শাহালম বাহিনীকে ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে মনির। ভাংচুর করেছে মটর সাইকেল এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, মটর বাইক চালক মনির গাজীর কাছে বিভিন্ন সময় ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল জংলা শাহ আলম।
গত ২৯ এপ্রিল মৎস্য বন্দর আলীপুর থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম খাজুরা এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে গেলে মটর সাইকেলের গতি রোধ করে ওই দস্যু বাহিনী।
গনমাধ্যমকে লাঞ্চিত, পুলিশ পিটানোসহ, জল দস্যু ও বন দস্যুতার একাধীক মামলার আসামী জংলা শাহআলম, মোঃ মিলন, জংলা কবিরসহ অজ্ঞাত আরো তিন/চার জন সন্ত্রাসী এলো পাতারী মার ধর করে পকেট থেকে ১৪ হাজার ৭শত টাকা নিয়ে যায় এবং মটর বাইকটি ভাংচুর করে।
এ সময় মনির গাজীর ডাক চিৎকারে হানিফ খাঁ, দেলোয়ার খাঁ ও কামাল মৃধাসহ অনেকেই ছুটে আসলে দস্যুরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply