মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
স্টাফ রির্পোটার:পিরোজপুরের মঠবাড়িয়ায় জীবন কৃষ্ণ হাওলাদার(৬২)নামে,আওয়ামীলীগের সভাপতিকে দেশত্যাগের হুমকি দিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোহাম্মদ দুলাল ফরাজি (৩৫),থানা সূত্রে জানা যায়,মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের শিংগা গ্রামের মৃত যজ্ঞেস্বর হাওলাদারের পুত্র জীবন কৃষ্ণ হাওলাদারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী দুলাল ফরাজি হুমকি দেওয়ায় জীবন কৃষ্ণ হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।মোহাম্মদ দুলাল ফরাজি ( ৪০)একই ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত সত্তার ফরাজীর ছেলে,
মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, জীবনকৃষ্ণ হাওলাদার বলেন, আমাকে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ সহ আমাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য নানা প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে।মোহাম্মদ দুলাল ফরাজি পূর্ব সেনের টিকিকাটা ৬৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কর্মরত আছেন।
Leave a Reply