শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শেরপুরের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিকটিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আরশেদ চৌকিদারের ছেলে মজনু মিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বাজার করতে গেলে তিনি শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে মজনু মিয়া ঘরে ঢুকে স্পর্শকাতর স্থানে হাত দিলে ঘুম ভেঙে যায় তার। এ সময় সে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।
পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা খুলে বলেন এবং রাতেই শেরপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মজনু মিয়াকে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply