সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ ভোলা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া, রোগীর প্রেসক্রিপশেন নিয়ে যাওয়া,হাসপাতালে আসা আগত রোগীকে হয়রানি করা সহ নানা অভিযোগে ভোলা সদর হাসপাতাল থেকে ৩ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ জুন) দুপুরে জেলা ডিবির এস আই মাহাফুজুল হক এর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি টিম তাদের আটক করে।
এরা হলেন এপোল ডায়গনিস্টিক সেন্টার এর স্টাফ আরিফ হোসেন ও কাউসার হোসেন,ঔষুধ ব্যাবসায়ী আরিফ। পরে তাদের ৩ জনকে ভ্রামমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে জরিবানা করে ছেড়ে দেয়া হয়। ডিবির এস আই মাহাফুজুল হক জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের একটি দালাল চক্র চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে প্রাইভেট কিনিকে ভাগিয়ে নিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে। ভোলা -১ আসনের সংসদ সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে কঠোর হওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ভোলা সদর হাসপাতাল থেকে দালাল নিমুর্ল কার্যক্রম শুরু হয়।
Leave a Reply