শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি:আজ সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীণ সময়ে ভোলা সরকারী উচ্চবিদ্যালয়ের এম. এল.এস.এস মোঃ মাইনুল ইসলাম এক ছাএের নিকট থেকে প্রশ্নসহ উত্তর পএ নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাহিরে স্কুল বাইন্ডারির মধ্যে বর্ডি: মসজিদের সামনে একটি কক্ষে প্রবেশ করে।
এ সময় ওই স্কুলের এম. এল.এস.এস মোঃ মাইনুল ইসলাম ও তার সহযোগিদের নিয়ে উত্তর পএ লিখিয়ে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ওই ছাএের হাতে দেয়। সংশ্লিষ্ট সূএে জানা গেছে, মাইনুল ইসলাম পরীক্ষার কক্ষে প্রবেশ করার সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সন্দেহাতিত ভাবে ওই উত্তর পএ দেখেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। জানাগেছে,কেন্দ্রের দায়িত্বরত অফিসারগণ মাইনুল ইসলাম ও ছাএ অভিভাবকসহ ৩ জনের বিরুদ্দে আজ সন্ধ্যার মধ্যেই ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষক শংকর পালকে নির্দেশ প্রদান করেন।বিভিন্ন সূএে জানা গেছে, প্রতি বছর ভর্তি পরীক্ষা, বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষার সময়ে একটি সিন্ডিকেট করে মোটা অংকের অর্থের বিনিময়ে নানা রকমের অনিয়ম ও দূর্ণীতি করে আসছে।
এবিষয় ভোলা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পালকে তার মোবাইল ফোনে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।এব্যাপারে জেলা প্রশাসকের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনাটি আমি জানতে পেরেছি এব; প্রধান শিক্ষককে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply