রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের শাপলা কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে কিশোরী ক্লাবের সদস্যরা নাচ, গান, ইসলামী সংগীত, কবিতা ও একক অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন (আইইসিএম) প্রকল্পের ভোলা সদর উপজেলা টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড প্রমোটর সুরমা বেগম, পিআর এডুকেটর তামান্না, পিআর লিডার আয়শা বেগম।এ সময় কিশোরীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শরীর মন ভালো রাখতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এর পাশাপাশি সকল কিশোরীরা ঐক্যবদ্ধভাবে বাল্যবিয়ে রোধে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কিশোরীদের সদিচ্ছা থাকলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব। যৌতুক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সব কিশোর-কিশোরীদের এগিয়ে আসার আহবানও জানায় তারা।
Leave a Reply