বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
ইমতিয়াজুর রহমান।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদ হাওলাদারকে পুলিশ মারধর করার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন বাস টার্রমিনাল চত্তরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন। এসময় পুলিশ এর ধরনের কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
এসময় বক্তারা বলেন- পুলিশের আগে আমরা সবাই মানুষ। মানুষ হিসাবে একজন মানুষকে এ ভাবে নির্যাতন করতে পারেনা। এই ধরনের ঘটনা অমানুষিক। তাই ভবিষ্যৎতে কোন পুলিশ এই ধরনের কর্মকান্ড না ঘটায় তার জন্য পুলিশের প্রতি আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: জোয়েব প্রমুখ।
গত রবিবার ভোলার শহরের বাংলা স্কুল মোড়ে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির নেতা আওলাদকে প্রকাশ্যে পিটিয়ে নির্যাতন করেছে পুলিশের এ এসআই শাহে আলম।
এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত এএসআই ক্লোজ করে বিভাগীয় মামলা দেয়া হয়েছে।
Leave a Reply