রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় ২৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান ২০ জেলেকে এক বছর করে ও আট জেলেকে একমাস করে কারাদণ্ডের আদেশ দেন।
এসময় জেলেদের কাছ থেকে ১৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘উপজেলার ইলিশা, রাজাপুর, ধনিয়া শিবপুর, ভেদুরিয়া ও ভেলুমিয়া এলাকার মেঘনা ও তেঁতুয়ালি নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এসময় বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ২৮ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাদের পৃথক কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও বলেন, ‘১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকার, বিক্রি, মজুত, পরিবহন ও বাজারজাতের উপর নিষেধাজ্ঞা করে সরকার। নিষেধাজ্ঞার সময় মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
Leave a Reply