শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥
ভোলা সদর থেকে চরফ্যাশন উপজেলায় নব সৃজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আদেশ বাতিলের দাবীতে ভোলায় আইনজীবীদের মানববন্ধনেরপর মঙ্গলবার থেকে শুরু হয়েছে কোর্ট বর্জন ও অবস্থান কর্মসূচী পালন। ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে গত ১১ সেপ্টেম্বর থেকে পর পর ৪দিন ভোলা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের দাবী পুরণ না হওয়তে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে কোর্ট বর্জন ও অবস্থান কর্মসূচী পালন। এতে প্রায় ২ শতাধিক আইনজীবী, করনিক ও সাধারণ জনগন অংশ নেয়। আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন, চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হলে বিচার প্রার্থী মানুষের ভোগান্তির শেষ থাকবে না। ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে ভোলার সাধারণ মানুষ।
এই আদালতের এখতিয়ার যেহেতু সমগ্র ভোলা জেলা, সেই ক্ষেত্রে ভোলা সদরের বিচার প্রার্থীকেও ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলা সদরে গিয়ে মামলায় হাজিরা দিতে হবে। সাধারন মানুষের ভোগান্তি লাগব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আদেশ বাতিল করার দাবী জানান আইনজীবীনেতাগন। এসময় বক্তারা আরও বলেন, চরফ্যাশনে কোন অবস্থাতেই জেলা সদরের বাইরে এই আদালত স্থাপন যুক্তিসংঘত নয়। আমরা সকল আইনজীবী ও ভোলার জনগনকে সাথে নিয়ে আইনগতভাবে এই সিদ্ধান্ত প্রতিরোধ করবো।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আদালত বর্জনসহ বড় ধরণের কর্মসূচী হাতে নিব। উল্লেখ্য, ভোলার চরফ্যাশনে পৃথক একটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আদেশ দিয়ে গত ১ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়েছে। এর পর হতেই এ কোর্ট রক্ষার দাবীতে আন্দোলনে ঝাপিয়ে পরে জেলা আইনজীবী সমিতির নেতা, সদস্য, করনিক ও ভোলার সর্বস্তরের জনগন।
Leave a Reply