রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ২ জেলেকে ৫ হাজার করে ১০ হাজার টাকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়। মেঘনা নদীতে একটি সাগরের ট্রলারের নিচে ১১ পিচ মাছ পাওয়া যাওয়ায় ওই ট্রলারের দুইজনকে আটক করে ইউএনও মো. সাইফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ টাকা অর্থদন্ডের আদেশ দেন।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের মোজাম্মেল হকের ছেলে মাকসুদ ও একই এলাকার আবুল বাশারের ছেলে মাইনউদ্দিন।ওই সময় নদীতে পেতে রাখা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া জব্দকৃত প্রায় ৫ কেজি মাছ নৌকার শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। ওই সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযানে অংশ নেন। এছাড়া তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার(ভূমি) শোয়াইব আহমাদের নেতৃত্বে সহকারী মৎস্য কর্মকর্তাসহ বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
Leave a Reply