মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ শিকারের পর মৎস্য আড়তের কোল্ড স্টোরেজে মজুদ রাখার দায়ে ভোলার মনপুরা উপজেলায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতখালী মৎস্য ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলিশ জব্দের পাশাপাশি এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস।
ইউএনও বিপুল চন্দ্র দাস দৈনিক অধিকারকে জানান, শুক্রবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার পচাঁকোড়ালিয়া ও মাঝেরকাঠি মৎস্য আড়ত এবং উত্তর সাকুচিয়ার লতখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লতখালীর মৎস্য ব্যবসায়ী ফারুকের আড়ত থেকে ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ মজুদ রাখার দায়ে মৎস্য আইনে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জব্দ করা মাছগুলো দুস্থ-অসহায় মানুষসহ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। উল্লেখ্য, জেলার মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের চর ইলিশা মসজিদ পয়েন্ট থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া ফেরিঘাট থেকে পটুয়াখালীর চর রুস্তুম পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় ২ মাস (মার্চ-এপ্রিল) মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
Leave a Reply