শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৩ টাকার টিকিটের বিনিময়েই মিলে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা।
সম্প্রতি ভোলা জেলায় ২ জন চিকিৎসককে সরকারি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়। তার একজন হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ রাজিব চন্দ্র দাস। বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগরত থেকে কাজ করছেন।
ডাঃ রাজিব বলেন, হাসপাতালে যে হোমিওপ্যাথি চিকিৎসা দেয়া হয় সে সম্পর্কে জনগণ এখনো জানে না। বিষয়টি জণগণকে ব্যাপকভাবে অবহিত করতে হবে। দেখা যায় যে, বাহিরের চিকিৎসক থেকে রোগীরা হাজার হাজার টাকার ঔষধ ক্রয় করে অথচ সরকার বিনামূল্যে রোগীকে হোমিওপ্যাথি ঔষধ ও সেবা দিয়ে থাকে। আমি চাই যাতে হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভর সকল রোগী হাসপাতালমুখী হয় এবং সরকারি সেবা গ্রহণ করে।
তিনি আরও বলেন, আমি হোমিওপ্যাথি চিকিৎসায় ডিএইচএমএস এবং বিএইচএমএস ডিগ্রি অর্জন করেছি। আমিই ঔষধ প্রেসক্রিপশন করার সাথে সাথে আবার রোগীকে নিজ হাতে ঔষধ তৈরী করে দেই। বর্তমানে ভোলায় একমাত্র বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এ সেবাটি বিদ্যমান। পর্যায়ক্রমে সকল হাসপাতালগুলোতে হোমিওপ্যাথি সরকারি মেডিকেল অফিসার নিয়োগের বিষয়টি জানা যায়।
Leave a Reply