শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের ২৭ দিন পর মোসা. ছানিহা আক্তার নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মো. লাভলুকে আটক করা হয়। ছানিহা আক্তার উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দালালপুর গ্রামের মো. সফিজল ইসলামের মেয়ে। এবং অপহরণকারী মো. লাভু একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. নাছির উদ্দিনের ছেলে।
সোমবার (১১ ফেব্রূয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার থেকে বোরহানউদ্দিন থানা পুলিশ অপহৃত মোসা. ছানিহা আক্তারকে উদ্ধার ও অপহরণকারী মো. লাভুকে আটক করে।
পুলিশ জানায়, গত মাসের ১৪ তারিখে মো. লাভলু ও তার চার বন্ধু মিলে ছানিহা আক্তারকে তাদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছানিহার পরিবার তাকে অনেক জায়গায় খোজাখুজির পর জানতে পারে একই ইউনিয়নের নাছির উদ্দিনের ছেলে লাভলু তাকে অপহরণ করে আটকে রেখেছে। এ অবস্থায় গতকাল সোমবার ছানিহার বাবা মো. সফিজল ইসলাম বাদী হয়ে লাভলু ও তার চার বন্ধুর নামের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে বোরহানগঞ্জ বাজার থেকে আসামি মো. লাভলুকে আটক করেন। এবং তার স্বীকারোক্তিতে অপহৃত মোসা. ছানিহাকে উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার বলেন, আটক মো. লাভলু ও উদ্ধার হওয়া ছানিহা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply