শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
ইমতিয়াজুর রহমান।।ভােলায় বাল্য বিয়ে ও যৌতুক প্রথা,শিশু শ্রম,শিশু নির্যাতন ও শিশুর সহায়তায় চাইল্ড হেল্প লাইন-১০৯৮ এর সম্পর্কে তুর্নমূল পর্যায় সচেতনতা বৃদ্ধির পথ নাটক পরিদর্শন করা হয়।
ইউনিসেফের সহযােগিতায় কােস্ট ট্রাস্ট এর সম্বনিত শিশু বিবাহ প্রতিরােধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়ােজনে ইন্টার এ্যাকটিভ পপুলার থিয়েটার(আইপিটি শাে) এর মাধ্যমে স্বপীল সাংস্কৃতিক সংগঠন বৃহস্পতিবার(১০ জানুয়ারি) বিকালে ভােলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নে বেড়ীবাধঁ এলাকায় “পরীরস্বপ” নামে এই নাটক পরিবেশন করেন।
নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতির কথা তুলে ধরা হয়। সমাজের বিভিন্ন কুসংস্কার দূর করতে নাটক বড় ভূমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় উপকূলের তৃর্নমূল মানুষকে বাল্য বিবাহ প্রতিরােধে সচেতনতা বৃদ্ধি করতে এই পথ নাটক পরিবেশন করা হয়।
নাটক গুলা এলাকার শতাধিক নারী,পুরুষ,কিশাের-কিশােরী উপভােগ করেন। এর আগে ভােলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরােধে বিভিন্ন স্পটে ৮টি পথ নাটক প্রদর্শন করা হয়।
নাটকে অভিনয় করপন-আরিফুর রহমান,মহেদী,সালমান,ফারজানা,ইমা,শিপু, নাটকটি নির্দেশনা করেন ইভান তালুকদার ও তানজিল প্রমুখ।
Leave a Reply