বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। উপজেলার সড়কগুলোতে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন লাইটিং দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
আগামী ১ মার্চ (রবিবার) উপজেলার বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৪০ ফুট দৈর্ঘ্য নৌকার তৈরি মঞ্চে আ. লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঞ্চের বাম পাশে তুলে ধরা হয়েছে পদ্মা সেতুর আদলে ১৫টি পিলারের ওপর ২৪০ ফুট লম্বা পদ্মা সেতুর সাদৃশ্য। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওই সেতুর ওপর দিয়ে ৮টি শিশুদের মোটরগাড়ি ও রেলগাড়ি চলতে দেখা যাবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন। জানা যায়, সম্মেলনে প্রায় ৩৪০ জন কাউন্সিলর ও কয়েক হাজার ডেলিগেট কার্ড ওয়ার্ড-ইউনিয়ন কমিটির মাধ্যমে বিতরণ করা হয়েছে।
Leave a Reply