বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ভাতের বদলে মুড়ি খেয়ে দিন কাটায় মাদ্রাসার এতিম শিশুরা ” এই শিরোনামে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সেই এতিমখানায় এতিম শিশুদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লা। আজ শুক্রবার তিনি নগরীর পলাশপুরের ওই এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেয়।
এসময় তিনি এতিমখানায় নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আরিফিন মোল্লা এতিম শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে প্রতি মাসে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, আরিফিন মোল্লা এর পূর্বেও অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।আরিফিন মোল্লার অনুদান পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠে। এরই ধারাবাহিকতায় আজ মাগরিব নামাজ বাদ যুববন্ধু আরিফিন মোল্লার জন্য দোয়া করে এতিম শিশুরা।
মাদ্রাসার পরিচালক মোঃ ফিরোজী হুজুর জানান, আমার অসুস্থতার কারনে কয়েকদিন আমার ছোট ছোট বাচ্চারা একটু সমস্যায় পরে গেছিলো।
তিনি আরো বলেন, আমি প্রায় এক সপ্তাহ যাবত মেডিক্যালে ভর্তি থাকার কারনে বাচ্চাদের খাওয়া দাওয়ায় একটু সমস্যা হয়েছিলো। তখন আমার কিছু সাংবাদিক ভাইয়েরা আমার সাথে দেখা করতে আসলে তারা দেখে যে আমি নেই ,এবং আমার মাদ্রাসার অর্ধ শত বাচ্চারা ভাত না খেতে পেরে মুড়ি ও চিড়া খাচ্ছে ,তাই দেখে তাদের খুব খারাপ লাগে ,এরপর তারা এ নিয়ে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন যায়গা থেকে ফোন এবং সাহায্য আসে । শুক্রুবার আরিফিন মোল্লা আসলে তিনি মাদ্রাসার সার্বিক বিষয় দেখে নগদ টাকা অনুদান করেন। পরবর্তীতে সন্ধ্যার পরে তার জন্য দোয়া করানো হয়।
Leave a Reply