মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে রুহুল আমিন (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দাফনের আগ মুহূর্তে বাড়িতে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রুহুল আমিন পলাশপুর এলাকার ১৭ নম্বর গলির বাসিন্দা আব্দুর রহমানের ছেলে এবং সে পেশায় একজন দিনমজুর। সোমবার (২৮ জুন) দুপুরে ওই এলাকার কাজির গোরস্থান এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার রাতে রুহুলের ঘর থেকে তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। তবে সকালে ওই এলাকার এক ফার্মাসিস্টকে ঘরে নিয়ে যায় আব্দুর রহমান। ওই ফার্মাসিস্ট পরীক্ষা-নিরীক্ষা করে রহুল আমিন মারা গেছেন বলে জানান। কিন্তু রুহুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর রুহুলের পরিবার তরিঘরি করে পার্শ্ববর্তী কাজির গোরস্থানে দাফনের চেষ্টা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে, রুহুলের পরিবার পুলিশকে জানিয়েছে, অসুস্থ হয়ে রুহুল মারা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ওই যুবকের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply