মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ খুচরা ও পাইকারী বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর পেঁয়াজের পাইকারীদর এক লাফে প্রতি কেজিতে ১৫ টাকা করে কমে যায়। তবে অভিযান শেষে ম্যাজিস্ট্রেট চলে যাবার পর বাজারে পেঁয়াজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন খুচরা ক্রেতাদের।মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের পুরাতন বাজারে অভিযান চালায়।
এ সময় সেখানে পাইকারী বাজারে খুচরা বিক্রেতাদের নিকট পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি দরে। খুচরা বাজারে দাম ছিল ১শ’টাকা কেজি পর্যন্ত। অভিযান শুরুর পর ভ্রাম্যমাণ আদালত পাইকারী ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করেন। এর পরই বাজারে ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
এদিকে বাজার সূত্র জানায়, জেলা শহরে পেঁয়াজের কোনো বড় স্টক থাকে না। প্রতিদিনই সোনামসজিদ স্থল বন্দরসহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্টক থকে পেঁয়াজ এনে পাইকারী ও খুচরা বিক্রি করা হয়।ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে এমন অভিযানে ভবিষ্যতে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও ধারণা করছেন বাজার সংশ্লিস্টরা।
Leave a Reply