মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে শনিবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর থানা পুলিশের সহায়তায় জাটকা বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে স্থানীয় রাণীগঞ্জ বাজার থেকে জাটকা বিক্রির সময় আবুল বাশার ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রফুল্ল চন্দ্র নামের ২ জেলেকে আটক করা হয়। আবুল বাশার বড়মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের আচমত আলীর ছেলে। প্রফুল্ল চন্দ্র সাচরা ইউনিয়নের দরুনই বাজার এলাকার মনোহর চন্দ্রের ছেলে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ওই সময় উপস্থিত ছিলেন। ওই সময় ওই ২ জেলের কাছ থেকে প্রায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো ৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
Leave a Reply