বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশালে টাইফয়েড প্রতিরোধে বৃহত্তম টিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারী উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সরকার শুধু স্বাস্থ্য নয়, সামগ্রিক উন্নয়নে জাতির জন্য একটি “সেফ এক্সিট” বা নিরাপদ উত্তরণের পথ নিশ্চিত করতে কাজ করছে।
রোববার (১২ অক্টোবর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে।”
তিনি আরও বলেন, “রোগ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম—এই নীতিতে বিশ্বাস করে টাইফয়েড টিকা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা গোটা সমাজে ছড়িয়ে দিতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন ও বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফারুক ই আজম বলেন, “বৈষম্য, বঞ্চনা ও অবিচার থেকে মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার। জাতির এই উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
Leave a Reply