সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:মধ্য ফাল্গুনের বৃষ্টিতে বরিশালে শীতের আমেজ ফিরে এসেছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। যা চলে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত।সকাল ১১টা পর্যন্ত আকাশ মেঘলা ছিলো। ফিরে ফিরে বাতাস বইছে। ফাল্গুনের শুরু থেকে যে গুমোট গরম পড়া শুরু হয়েছিল বৃষ্টিতে সে ভাব কেটে গিয়ে আবার শীতের আমেজ ফিরে এসেছে।
বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে হওয়া বৃষ্টিতে তরমুজ চাষের উপকার হয়েছে।
বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বরিশালে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এসময় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কালবৈশাখী ঝড় আসবে এমন প্রভাবে এ বৃষ্টিপাত।
এখন থেকে মাঝে মধ্যে এ ধরনের বৃষ্টিপাত হতে পারে।
Leave a Reply