সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন(বিসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণের প্রায় সাত মাস পরে আজ ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানেল মেয়র নির্বাচন।জানা গেছে, প্যানেল মেয়র নির্বাচনের তারিখ ঘনিয়ে আসলেও প্রার্থী হওয়া নিয়ে আগ্রহ নেই কাউন্সিলরদের মাঝে। মাত্র দুজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে এ সংক্রান্ত আলোচনায় মধ্যে।আলোচনায় বিসিসি’র ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের নামটি বিশেষ করে জোরে শোরে উঠে এসেছে । এদের মধ্যে গাজী নঈমুল হোসেন লিটু প্রার্থী হিসেবে নিজের নাম নিজেই ঘোষণা করেছেন।
অপরদিকে, প্যানেল মেয়র-৩ পদে একাধিক মহিলা কাউন্সিলের নাম শোনা যাচ্ছে। যার মধ্যে সংরক্ষিত ওয়ার্ড ৩ এর কাউন্সিলর কোহিনুর বেগম, সংরক্ষিত ওয়ার্ড ৪ এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা ও সংরক্ষিত ওয়ার্ড ৭ কাউন্সিলর সালমা আক্তার শিলা আলোচনায় রয়েছেন।
প্রার্থী হিসেবে আলোচনায় থাকা সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা বলেন, আগামী বৃহস্পতিবার প্যানেল মেয়র পদে নির্বাচন হবে বলে শুনেছি। তবে কে কে প্রার্থী হচ্ছেন সে বিষয়টি আমার জানা নেই। এমনকি আমি নিজেও প্রার্থী হব কিনা সে বিষয়টি এখনো ভেবে দেখিনি। যদিও মেয়র বলছেন, যেই হোক তাকে ভোটের মাধ্যমে হয়ে আসতে হবে।উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও নব নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ এবং ২৩ অক্টোবর তারা দায়িত্ব গ্রহণ করেন।নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ এবং সিটি পরিষদের প্রথম সভার এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র নির্বাচন করতে হবে।
কিন্তু একাধিক সভার পরে রহস্যজনক কারণে প্যানেল মেয়র নির্বাচন হয়নি। সবশেষ সম্প্রতি বিসিসি’র সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
Leave a Reply