বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নদী বন্দরে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল-ফিতর-২০১৯ এর ঈদ পরবর্তী ৭ দিনের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি লঞ্চ যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুবিধার্থে বরিশাল নদী বন্দর চাহিদা অনুযায়ী ৩ জন পিসি, ৩ জন এপিসি, ১৯ জন পুরুষ ও ৫ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য সহ মোট ৩০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
তারা সেখানে সম্মানিত লঞ্চ যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুবিধার্থে সার্বক্ষনিক ডিউটির শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের সার্বিক পরিচালনায় রয়েছেন উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট বরিশাল শেখ ফিরোজ আহমেদ, সার্কেল অ্যাডজুটান্ট বরিশাল মামুন হাওলাদার ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, সদর বরিশাল মোসাঃ আয়েশা সুলতানা এবং উপজেলা প্রশিক্ষক, সদর বরিশাল মোঃ ইদ্রিস হোসেন ও ইউডি মোঃ রফিকুল ইসলাম। প¬াটুন কমান্ডার মোঃ সুমন বলেন, উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট বরিশাল মহোদয় বরিশাল নদী বন্দরে মোতায়েনকৃত সকল আনসার ভিডিপি সদস্যদেরকে নিরাপত্তা শৃঙ্খলার ব্যাপারে অধিক সতর্কতামূলক দায়িত্ব পালনের নির্দেশ নিয়েছেন।
পিসি সুমন আরও বলেন, এর আগেও ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে আমরা এখানে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানেও আমরা অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালন করছি।
Leave a Reply