মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলার শিকার হলেন মহিলা। ওই মহিলার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পরে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের আইনস্টাইন এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তার বয়ান রেকর্ড করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ওই যুবকের নাম রফিক মণ্ডল। তার বাড়ি কলকাতায়। এর আগে ওই মহিলার বিয়ে হয়েছিলো। তার সন্তানও রয়েছে। তাই নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাননি তিনি। কিন্তু বারবার ওই যুবক জোর করায় তাকে পরিবারের লোকের সঙ্গে কথা বলতে বলেছিলেন তিনি। কিন্তু মহিলার বাড়ির লোকজনের পাত্রকে পছন্দ হয়নি। এটাই মানতে পারেনি ওই যুবক।
বছর দেড়েক আগে দুর্গাপুরের আইনস্টাইন এলাকার ওই মহিলার সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত যুবকের। সেখান থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝের মধ্যেই তাদের মধ্যে কথাবার্তা চলতো। কয়েকদিনের মধ্যেই ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে শুরু করে অভিযুক্ত। প্রথম দিকে যুবকের এই আচরণ মজার ছলে করেছে বলে মনে করেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, পরে ওই যুবক বিয়ের জন্য তাকে চাপ দিতে শুরু করে।
Leave a Reply