শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় এক মৎস্য ব্যবসায়ীকে মারধর, টাকা লুট ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গত ১৬ মার্চ মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মশিউর রহমান বাউফল উপজেলার বাসিন্দা ও স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী। তিনি জানান, সেদিন তিনি নিজ প্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় পৌঁছালে কয়েকজন তাকে জোরপূর্বক একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জন তাকে মারধর করে তার কাছ থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৮০ হাজার টাকা লুট করে। এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং পরে নারীদের ফোন করে তা দেখানোর হুমকি দেওয়া হয়।
মশিউর রহমান বলেন, “আমার শরীরে এখনও আঘাতের চিহ্ন রয়েছে। আমাকে উলঙ্গ করে ভিডিও করে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়েছে। আমি আইনের আশ্রয় চাই।” তিনি মহিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান বলেন, “এ ধরনের কাজ আমাদের দলের নীতিবিরুদ্ধ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামুন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে। পুলিশের মতে, অভিযোগের সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
Leave a Reply