মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সম্পর্কিত সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এছাড়া আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
এদিন সকালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর রায় ঘোষণা শুরু হয়। এর আগে ১৩ আগস্ট এই রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রয়েছে। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ছিল। হাইকোর্টের সর্বশেষ রায় অনুযায়ী মূল সংবিধানের সেই ধারা পুনর্বহাল হলো।
বিচারপতিরা রায়ে বলেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলছে। এজন্য আদালতের স্বাধীনতা রক্ষায় বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকা উচিত।
এর আগে ২৫ আগস্ট ২০২৩ সালে ১০ জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এই রিট আবেদন করেছিলেন। দীর্ঘ শুনানির পর অবশেষে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় একটি যুগান্তকারী রায় ঘোষণা করলো হাইকোর্ট।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় কার্যকর হলে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে রাজনৈতিক ও নির্বাহী প্রভাব বন্ধ হবে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত হবে।
Leave a Reply