সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ-মীরগঞ্জ খেয়াঘাটে দালাল নুরুর তান্ডবে ট্রলার ভাংচুরের ঘটনায় ২ ঘন্টা খেয়া পারাপার বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মীরগঞ্জ খেয়াঘাটে প্রায় ২ঘন্টা খেয়াপাড় বন্ধ থাকায় আড়িয়াল খাঁ নদীর দুই প্রান্তে ৫শতাধীক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
খেয়াঘাটে জেলা পরিষদের নিয়োজিত কর্মচারীরা বাবুগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। বাবুগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে ট্রলার চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরে আলম ওরফে খেয়া ঘাটের দালাল নূরু জেলা পরিষদের দৈনিক মজুরির ভিত্তিত্বে টোল আদায়ের দাপট দেখিয়ে ঘাটের ট্রলারকে রিজার্ভ হিসেবে চালানোর সিধান্ত নেয়। এ নিয়ে রিজার্ভ ট্রলার চালক কালাম সরদারের সাথে বাকবিন্ডতার এক পর্যায় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দালাল নুরুকে গন ধোলাই দেয়। পরে দালাল নুরু তার লোকজনকে ফোন করে এনে কালাম সরদারের ট্রলারে হামলা চালিয়ে ভাংচুর করে।
জেলা পরিষদ টোল আদায়ে দায়িত্ব নিছের নুরে আলম রিজার্ভ ট্রলারের মাধ্যমে খেয়াপারাপার করায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
সস্প্রতি ১লা জুন বাবুগঞ্জ-মীরগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্র্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার দুইজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়ায় জনগনের মাঝে সস্তি ফিরে আসলেও থেমে নেই ওই দালাল চক্রটি। স্থানীয় সূত্রে জানা যায় মীরগঞ্জ খেয়াঘাটের ইজারাদারের মেয়াদ শেষ হলে টেন্ডার আহ্বান করেন জেলা পরিষদ। সঠিক দরদাতা না পাওয়ায় জেলা পরিষদ বার বার টেন্ডার আহ্বান করে আসছে।
এদিকে পূর্বের ইজারার মেয়াদ শেষ হওয়ায় গত পহেলা বৈশাখ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে উচ্চমান সহকারী সরোয়ারের মাধ্যমে লিখিতভাবে মীরগঞ্জ খেয়াঘাটে ৫০ দিন খাস কালেকশন নামে টোল আদায়ের অনুমতি পায় মইনুল ইসলাম পারভেজ।
ওই ৫০দিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৭ম বারের মতে টেন্ডার আহ্বান করেও খেয়াঘাটের নূন্যতম ডাক ১কোটি ১৯লাখের স্থলে ৭৪লাখ ৫০হাজার মূল্যে দরদাতাকে দেয়ার পায়তারা করায় মাইনুল ইসলাম পারভেজ নামে এক ঠিকাদার রাজস্ব ফাঁকির অভিযোগ এনে বরিশাল জজ আদালতে জেলা পরিষদের চেয়ারম্যানসহ দুইজনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য বাবুগঞ্জের রাজগুরু ও মীরগঞ্জ খেয়া ঘাটে দালাল নুরুর দৌরত্বে দীর্ঘ দিন যাবৎ অতিষ্ঠ যাত্রিরা।
Leave a Reply