সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব ক্ষুদ্রকাঠী এলাকায় অভিযান চালায় র্যাব-৮ এর একটি দল।এসময় তাদের অভিযানে ৮৪০ পিচ ইয়াবা ও সেনাবাহিনী ইউনিফর্ম এবং নগদ ১৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। ৮ মার্চ রাত সোয়া ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাবের মেইল বার্তায় জানানো হয়।
র্যাবের মেইল বার্তায় আরো জানান আটককৃত ব্যক্তি হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত বজলুর রশিদ এর ছেলে মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম(৪০)।
র্যাব -৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply