রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বাবুগঞ্জে সংবাদকর্মী লাঞ্চিতের ঘটনায় সালিশ মিমাংসা অমান্য করে ফের হামলার ঘটনায় এয়ারপোর্ট থানায় নামধরা দুইজনসহ ৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮,তারিখ-০৬/০৪/২০ইং। আসামীরা হলো বকশিরচর এলাকার মুজাহারের ছেলে কামরুল হোসেন ও মোঃ শাহজাহানের ছেলে আল-আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ৪ এপ্রিল দুপুরে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর এলাকায় বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু’র ওয়ার্ড ভিত্তিক বরাদ্ধকৃত ত্রান বিতরণ করছিলেন জাতীয় পার্টির উপজেলা যুগ্ম সম্পাদক সেলিম হোসেন স্বপন। ওই ত্রান বিতরণে স্থানীয় কতিপয় বখাটেরা বাঁধা প্রদান করলে প্রতিবাদ করে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের কন্ঠ পত্রিকা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান। এতে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী রাকিবকে লাঞ্চিত করে ও জীবন নাশের হুমকি প্রদান করে । রাকিব ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে জাতীয় পার্টির নেতারা ও স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশ মিমাংসা হয়। ৫ এপ্রিল শালিস মিমাংসা শেষে সংবাদকর্মী রাকিব বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বখাটেরা সন্ত্রাসী হামলা চালায়। রাকিব গুরুত্বর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
সংবাদকর্মী নির্যাতনের ঘটনায় উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মামলার তদন্ত অফিসার এস আই সাইদুর রহমান বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।
Leave a Reply