শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হারুন খান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিন ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের আক্কেল আলী খানের ছেলে। তিনি ঢাকার একটি কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করতেন।
বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কঠোর লকডাউনে অফিস বন্ধ থাকায় নিজের মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরে রহমতপুর ব্রিজ পার হওয়ার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
Leave a Reply